রোজায় ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

আসন্ন পবিত্র রমজান মাসের জন্য ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুসারে পুরো রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

১৭ মে বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে দেশের তফসিলি ব্যাংকগুলোতে এই সময়সূচি পাঠানো হয়েছে। এতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস এবং সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এসময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চলবে।

পবিত্র রমজান মাস শেষে আর্থিক প্রতিষ্ঠানসমূহের অফিস সময়সূচি পূর্বের অবস্থায় ফিরে যাবে বলেও সার্কুলারে বলা হয়।

প্রসঙ্গত, এবারের রমজান শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২৮ মে।

আজকের বাজার:এলকে/ এলকে/১৭ মে ২০১৭