রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধের নির্দেশ

কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার, ২ সেপ্টেম্বর বিটিআরসি’র উপপরিচালক নাহিদুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

গতকাল রোববার জারি করা ওই নির্দেশনার প্রেক্ষিতে আজ বিটিআরসি উপপরিচালক মো. নাহিদুল হাসানের স্বাক্ষরিত একটি চিঠিতে সাত দিনের মধ্যে সকল মোবাইল ফোন অপারেটরকে রোহিঙ্গাদের সংযোগ বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে মোবাইল সুবিধাদি না পায় এ বিষয়টি নিশ্চিত করার জন্য মোবাইল অপারেটর সমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছিল। কিন্তু কমিশন রোহিঙ্গা জনগোষ্ঠী কর্তৃক ব্যাপক হারে সিম/রিম ব্যবহার সম্পর্কে জানতে পারে। এমতাবস্থায় তাদের সকল ধরনের মোবাইল সেবা সুবিধা বন্ধের জরুরি নির্দেশ দেয়া হলো।

আজকের বাজার/এমএইচ