রোহিঙ্গাদের ২৯ জনের একটি দলকে পাঠানো হলো ভাসানচরে

প্রথমবারের মত রোহিঙ্গাদের একটি দলকে ভাসানচরে পাঠানো হয়েছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

গতকাল রাতে কক্সবাজারের বাকখালি নদীর মোহনা থেকে অন্তত ২৯ জনকে আটক করে কোস্টগার্ড। তাদের সবাইকে ভাসানচরে পাঠানো হয়। করোনা সতর্কতার অংশ হিসেবে আটকদের বিচ্ছিন্ন রাখতে এই পদক্ষেপ বলে জানান সংশ্লিষ্টরা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, এই রোহিঙ্গারা প্রথমে মিয়ানমার থেকে দালালের মাধ্যমে পালিয়ে বড় ট্রলারে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে। পরে তারা বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করলে তা ব্যর্থ করে দেয়া হয়। এর পর নতুন কৌশল হিসেবে ছোট দলে ভাগ হয়ে ডিঙি নৌকা ধরে বাংলাদেশের সীমান্তে আসে।