রোহিঙ্গা ইস্যুটি আমলে নিতে আইসিসি’র কাছে আবেদন

রোহিঙ্গা বিষয়টি আন্তর্জাতিক আদালতের আওতায় আসবে কি না সে বিষয়ে রুল জারির আহ্ববান জানানো হয়েছে।

সোমবার এই আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি’র কৌঁসুলি ফাতাও বেনসৌদা।

ওই আবেদনে বলা হয়, জোর করে কোনো দেশের বাসিন্দাদের আন্তর্জাতিক সীমানার বাইরে ঠেলে দেয়া মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।

বেনসৌদা বলেন, মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য না হওয়ায় রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্ত ও বিচার করা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এ বিষয়ে আইসিসির এখতিয়ার রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্যই এই আবেদন করা হয়েছে। এ বিষয়ে আদালত নির্দেশনা দিলে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তদন্ত ও ‍বিচারের কাজ সহজ হবে বলেও মনে করেন বেনসৌদা।

আজকের বাজার/আরজেড