রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে রাশিয়ার প্রতি আহ্বান

কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার রাজধানীর একটি হোটেলে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সাব)- এর ৫ম এশিয়ান কনফারেন্স অনুষ্ঠানে রোহিঙ্গা ইস্যুতে রাশিয়ার সমর্থন চেয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘আমরা জানি রাশিয়ান ফেডারেশনের মিয়ানমারের ওপর অনেক প্রভাব রয়েছে।’

মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি হলেও, এখন পর্যন্ত একজন রোহিঙ্গারও প্রত্যাবাসন হয়নি। কয়েক দশক ধরে বৈষম্যের শিকার রোহিঙ্গাদের মিয়ানমারের নেতৃত্বের প্রতি বিশ্বাসের অভার রয়েছে এবং তারা প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সম্পর্কে সন্দেহ প্রকাশ করছেন।

রোহিঙ্গারা যাতে রাখাইনে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেন সেজন্য রাশিয়া এবং তার সহযোগীদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাথে সাবেক সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রতি সোভিয়েত ইউনিয়নের অবদান সম্পর্কে আমরা সবাই অবগত। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে এবং জাতিসংঘের সদস্য হতেও সহায়তা করেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন।’

তাদের সহযোগিতার জন্যই সোভিয়েত ইউনিয়ন, এর নেতা, সরকার এবং জনগণ বাংলাদেশিদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করেছে বলেও উল্লেখ করেন ড. মোমেন।বাংলাদেশের সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্কের স্বীকৃতি স্বরূপ ১৯৭২ সালের পহেলা মার্চ মস্কো সফর করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যা দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি স্থাপন করে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি নিশ্চিত বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা বজায় রাখার জন্য সাবেক সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার ইগনাতভ ছাড়াও অন্যান্যরা বক্তব্য রাখেন। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আথনূর রহমান