রোহিঙ্গা প্রত্যাবাসন যেকোনো সময়: পররাষ্ট্র সচিব

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন যেকোনো সময় শুরু হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

তিনি বলেন, পর্দার অন্তরালে অনেক কিছু হচ্ছে, চেষ্টা চলছে। তবে সব চেষ্টা সফল হবে এমন নয়। আগামী কয়েক সপ্তাহ আমরা রোঙ্গাদের উৎসাহিত করবো, যাতে তারা নিজ দেশে ফিরে যায়।

রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যঅশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিসে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, এটা শুধু বাংলাদেশের না, এটা রোহিঙ্গাদেরও প্রধান উদ্দেশ্য। যদি তারা ফিরে না যায়, তবে শুধু জমির অধিকার নয় তারা তাদের সব অধিকার হারাবে।

এম শহীদুল হক বলেন, প্রত্যাবাসন বাংলাদেশের কাছে সবসময় একটি অগ্রাধিকার এবং এ বিষয়ে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। অনেকে রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশ বনাম মিয়ানমারের সমস্যা বলে বর্ণনা করে। কিন্তু বিষয়টি তেমন নয়। এটি প্রকৃতপক্ষে মিয়ানমার এবং তাদের লোকদের মধ্যে সমস্যা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রোহিঙ্গা বিষয় নিয়ে তিনি বলেন, সেখানে একটি অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্যার সমাধানটি সহজ নয়।

আজকের বাজার/এমএইচ