রয়েল টিউলিপের আইপিওর ফল প্রকাশ

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা’র  আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ ২৩ মে বৃহস্পতিবার। আইপিওতে প্রতিষ্ঠানটির ৭৪৫ কোটি টাকার আবেদন জমা পড়েছে। ১৫ কোটি টাকার আইপিও’র বিপরীতে যা ৪৯ দশমিক ৬৬ গুন বেশি। প্রতিষ্ঠানের আইপিওতে জেনারেল কোটায় ৯৬ গুন আবেদন জমা পড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত এজিবি কলোনীতে প্রতিষ্ঠানটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ২৩ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন জমা নেয়া হয়েছে। কক্সবাজারে অবস্থিত এই হোটেলটির সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

বিএসইসির ৬৭৬তম সভায় প্রতিষ্ঠানটিকে আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যে মোট দেড় কোটি শেয়ার ইস্যু করবে।
আইপিওর মাধ্যমে উত্তোলিত ১৫ কোটি টাকা

পাঠকদের জন্য লটারির ফল প্রকাশ করা হল-

TitleDownload

Stock Exchange TREC No. / M.Bank SL No.

Download

Residents Bangladeshi

Download

Affected small investors(ASI)

Download

Non-Residents Bangladeshi

Download