র‌্যাবের অভিযান গুলশানের সাহাবুদ্দিন হাসপাতালে, আটক হলো সহকারী পরিচালকসহ আরও ২ জন

র‌্যাবের অভিযান গুলশানের সাহাবুদ্দিন হাসপাতালে, আটক হলো সহকারী পরিচালকসহ আরও ২ জন রাজধানীর গুলশানে সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনায় বাধা দেয়ায় হাসপাতালটির সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাতসহ দু’জনকে আটক করেছে র‌্যাব।

বিভিন্ন হাসপাতালে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, বিকেল ৩টার দিকে অভিযান শুরু হয়েছে। র‌্যাবের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সদস্যরাও উপস্থিত রয়েছেন। অভিযান শেষে বিস্তারিত গণমাধ্যমে জানানো হবে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাবের অভিযান চলছিল।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘হাসপাতালগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। হাসপাতালটি সম্পর্কে আমরা বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। বিভিন্ন সেবা প্রক্রিয়া, অসঙ্গতি ও কাগজপত্র চেক করছি। সবকিছু ঠিক রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে।’

জানা গেছে, করোনার র‌্যাপিড কিট টেস্ট ও অ্যান্টিবডি নিয়ে বেশকিছু অভিযোগ খতিয়ে দেখতে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ৬ জুলাই করোনা পরীক্ষা নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর মিরপুর ও উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এরপর রিজেন্টের দুটি হাসপাতালই সিলগালা করে দেওয়া হয়। এছাড়া রিজেন্টের মালিক মোহাম্মদ সাহেদসহ ওই হাসপাতালের কয়েকজন কর্মচারীকে গ্রেফতার করা হয়। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান