লকডাউনের কারণে দুর্দশায় মাদারীপুরের দরিদ্র জনগোষ্ঠী

করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনে থাকা মাদারীপুরের চারটি উপজেলা অচল হয়ে পড়ায় অর্ধাহার, অনাহারে দিন পার করছেন সেখানকার গরীব ও দুস্থরা। মাদারীপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, স্থানীয় রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা সেনাবাহিনী ও পুলিশের ভয় উপেক্ষা করে শহরের বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও কোন যাএী পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অটো রিকশা চালক জানান, ‘শহরে কোনো লোক নেই, যাএীও নেই। গত দুই দিন ধরে চাল কেনার মতো টাকাও আয় করতে পারিনি।’ রিপন কাজি (৫০) নামে একজন সবজি ব্যবসায়ী জানান, কাজ না থাকায় দিনমজুর, গরীব ও নিম্ন মধ্যবিওরা অসহায়ভাবে দিন পার করছেন। এদিকে সদর উপজেলার দুধখালী গ্রামের বেশ কয়েকজন প্রবাসী সম্প্রতি দেশে আসায় ৫৫টি পরিবারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শসাঙ্ক চন্দ্র জানান, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হচ্ছে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইতোমধ্যে লকডাউন করা এলাকার ৩ হাজার অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার চারটি উপজেলার বিভিন্ন হাট বাজারে সেনাবাহিনী সাধারণ মানুষের মাঝে সচেতনা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। কালকিনিতে টহল টিমের প্রধান ক্যাপ্টেন আশিক জানান, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করাসহ করোনাভাইরাসের বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে মাঠে কাজ করছেন সেনা সদস্যরা।   সূত্র- ইউএনবি

আজকের বাজার/ শারমিন আক্তার