লভ্যাংশ ঘোষণা করেছে ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভাংশ ঘোষণা করেছে।

রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৫৮ টাকা।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৪৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১১.৫০ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.০৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৯০ টাকা ঋণাত্নক।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ২৬ জুন সকাল ১১টায় আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ মে নির্ধারণ করা হয়েছে।