লাখো মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফ সম্পন্ন

সারা মুসলিম জাহানসহ বিশ্ব মানবতার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের চারদিনব্যাপী পবিত্র ওরস শরীফ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ফজরের নামাজের পর শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরী(কু.ছে.আ.)ছাহেবের রওজা শরীফ জেয়ারত শেষে এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গদিনশীন পীর আলহাজ মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেব। এরপর সমবেত জাকেরগণ নিজ নিজ গন্তব্যে ফেরা শুরু করেন। বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের সাংগঠনিক বিভাগীয় প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবারের পবিত্র ওরস শরীফ সম্পন্ন হয়েছে। এবারের এ ওরসে প্রায় ৫০ লাখ আশেকান-জাকেরান ও ভক্ত অংশ নেন।

তিনি জানান, ওরসের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে বৃহস্পতিবার বিকাল থেকে বিশ্ব জাকের মঞ্জিলমুখী জনতার ঢল নামে। দেশ-বিদেশ থেকে আগত লাখ লাখ মানুষ এতে অংশ নেন। গত শুক্রবার বাদ জুমা উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে কয়েক বর্গ কিলোমিটার জুড়ে পৃথক পৃথক শামিয়ানা টাঙিয়ে আগতদের অবস্থানের জন্য ব্যবস্থা করা হয়। ওরসের বাইরে বাহারী পণ্যের বিশাল মেলাও বসে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান