লিগ টেবিলের শীর্ষে থাকা বিজয়ের ধারা থামাল ম্যান ইউ

প্রিমিয়র লিগে লিভারপুলের টানা ৮ ম্যাচের বিজয় ধারা থামাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ যদিও শেষ মুহূর্তে গোল খেয়ে ঘরের মাঠে জয় তুলে নেওয়া সম্ভব হল না রেড ডেভিলসদের৷

ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়র লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে আটকে দিল ম্যান ইউ৷ উত্তেজক ম্যাচ শেষ হল ১-১ গোলের সমতায়৷ প্রথমার্ধে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার৷ দ্বিতীয়ার্ধে অ্যাডাম লালানার গোলে ম্যাচে সমতা ফেরায় লিভারপুল

কোনও রকমে হার বাঁচালেও লিভারপুল চলতি প্রিমিয়র লিগে এই প্রথমবার কোনও ম্যাচ জিততে ব্যর্থ হয়৷ লিগের প্রথম আটটি ম্যাচে টানা জয় তুলে নেওয়ার পর অবশেষে ড্র’য়ের মুখ দেখে তারা৷ ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুললে না পারলেও জুরগেন ক্লপরা যথারীতি লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখে৷

ম্যাচের ৩৬ মিনিটের মাথায় জেমসের ক্রস থেকে থ্রু বলে পা ঠেকিয়ে লিভারপুলের জালে জড়িয়ে দেন রাশফোর্ড৷ যদিও গোল নিয়ে তীব্র আপত্তি তোলে লিভারপুল৷ তাঁদের দাবি রাশফোর্ড বল ধরার আগেই অরিজিকে ফাউল করেছিলেন লিন্ডেলফ৷ রেফারি অবশ্য ভিএআরের সাহায্য নিয়ে যাচাই করে নেন লিভারপুলের দাবি যথার্থ কি না৷ শেষমেশ গোলের সিদ্ধান্তেই অনড় থাকেন রেফারি৷শেষমেশ ৮৫ মিনিটে রবার্টসনের পাস থেকে গোল করে লিভারপুলের হার বাঁচান লালানা

ম্যান ইউয়ের বিরুদ্ধে ড্র করার পর ৯ ম্যাচে লিভারপুলের পয়েন্ট দাঁড়ায় ২৫৷ তারা যথারীতি লিগ টেবিলের শীর্ষে রয়েছে৷ দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির সংগ্রহে রয়েছে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট৷ ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রয়েছে ১৩ নম্বরে৷

আজকের বাজার/আরিফ