লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফিন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিটি আজ ৩১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৩ হাজার ১৭১ বারে ৭০ লাখ ৭৮ হাজার ৮২টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৪ হাজার ৯৪৮ বারে এক কোটি ৮৪ লাখ ১৯ হাজার ৮৭টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ২৭ কোটি ১৬ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৩ হাজার ৪৩৩ বারে ২৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইফাদ অটোসের ২৩ কোটি ২৬ লাখ, আরএসআরএম স্টিল ২২ কোটি ৪৭ লাখ, সাইফ পাওয়ারটেক ১৮ কোটি ৬৬ লাখ, ন্যাশনাল ব্যাংক ১৫ কোটি ৬২ লাখ, এ্যাপোলো ইস্পাত ১৪ কোটি ৯৯ লাখ টাকা, এক্সিম ব্যাংক ১৩ কোটি ৪৯ লাখ ও সিটি ব্যাংক ১০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সুত্র:  অর্থসূচক