শনিবার চট্টগ্রামের পারিবারিক কবরস্থানে আইয়ুব বাচ্চুর দাফন

ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে এ জানাজা হবে। এরপর শনিবার তার গ্রামের বাড়ি চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আইয়ুব বাচ্চুর পরিবার সূত্রে জানা গেছে, আইয়ুব মরদেহ আজকেই দাফন করা হবে না। শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে এই গুণী শিল্পীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আত্মীয়রা তাকে দেখতে দেশে ফিরবেন। এরপর ভোররাতে মরদেহ নিয়ে যাওয়া হবে জন্মস্থান চট্টগ্রামে। সেখানে দ্বিতীয় জানাজার পর মায়ের কবরের পাশে অন্তিম শয়ানে বিদায় জানানো হবে তাকে।

পরিবারের পক্ষ থেকে সংস্কৃতিব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে ৯ টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতাল পরিচালক [মেডিকেল সার্ভিসেস] ড. মির্জা নাজিম উদ্দিন। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন ভক্ত-স্বজনরা।

আজকের বাজার/এমএইচ