শপথ নিলেন নিয়োগপ্রাপ্ত নতুন ৯ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নয় জন শপথ নিয়েছেন।

হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন নিয়োগপ্রাপ্ত নতুন ৯ বিচারপতি। সোমবার (২১ অক্টোবর) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

নবনিযুক্ত বিচারপতিরা হলেন- জেলা ও দায়রা জজ (পি.আর.এল ভোগরত) মুহাম্মদ মাহবুবুল ইসলাম ও শাহেদ নূর উদ্দিন, জেলা ও দায়রা জজ ড. মো. আক্তারুজ্জামান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু ও কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল, এ কে এম জহিরুল হক ও কাজী জিনাত হক।

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর দুই বছেরর জন্য এ নয় জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাজার/লুৎফর রহমান