শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাবি শিক্ষার্থীরা

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ২ টা পর্যন্ত রাজধানীর ব্যস্ততম সড়কটিতে অবস্থান নিলে আশেপাশে সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় নিউমার্কেট থেকে মৎস্য ভবন এবং শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত যানবাহন রাস্তায় আটকা পড়ে।

আন্দোলনরত প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা দুই মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ ও ঢাবি ক্যাম্পাসের ভেতর দিয়ে গণপরিবহন চলাচল বন্ধেরও দাবি জানান।

অধিভুক্ত সাতটি কলেজের মধ্যে রয়েছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

আজকের বাজার/লুৎফর রহমান