শিক্ষানুরাগী মধুসূদন রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠিত

অবসর প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মধুসূদন রায়ের শ্রাদ্ধ আজ মঙ্গলবার চট্টগ্রামের হারুয়ালছড়িতে তার পৈতৃক বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ ডিসেম্বর সোমবার বিকেল ৪টা ৫ মিনিটে ফেনী থেকে চট্টগামে হাসপাতালে নেয়ার পথে ভাটিয়ারি নামক স্থানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। ১২ ডিসেম্বর পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
মধুসূদন রায় তাঁর বর্নাঢ্য জীবনে শিক্ষা ও উন্নয়নের জন্য অতিবাহিত করেন। তাঁর কর্মময় জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন ফেনী, নোয়াখালী, বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। প্রচার বিমুখ মধুসূদন রায় তাঁর নিজ উদ্দ্যোগে প্রান্তিক জনপদে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেছেন।
সাদা মনের এই মানুষ স্ত্রী, এক কন্যা ও ৪ পুত্র সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ধ্যানে জ্ঞানে মননে রুচিতে প্রতি পদে পদে তিনি রেখে গেছেন তাঁর স্নেহ সুধা।

আজকের বাজার: এসএস/সালি, ২৬ ডিসেম্বর ২০১৭