শিগগিরই সবার জন্য উন্মুক্ত হচ্ছে মক্কা-মদিনা

মসজিদুল হারামের প্রধান ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস মঙ্গলবার এক বার্তায় বলেছেন খুব শিগগিরই মক্কা এবং মদিনা মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

সৌদি হজ মন্ত্রণালয়ের বরাতে সৌদি সরকারের অফিসিয়াল স্ন্যাপচ্যাট একাউন্টে ভিডিও বার্তায় তিনি বলেন, সব রকমের আনুষ্ঠানিকতা শেষে আল্লাহ চাইলে আমরা পবিত্র দুই মসজিদ মুসল্লিদের জন্য খুব শিগগিরই উন্মুক্ত করে দেয়া হবে ইনশাআল্লাহ।

প্রতি বছর রমজানে লাখো মুসল্লির ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত থাকতো কাবা চত্ত্বর। পৃথিবী জুড়ে দেখা দেয়া কভিড-১৯ করোনাভাইরাসের কারণে সৌদি সরকার ওমরা ভিসা বন্ধ করে দেয় এবং সাধারণ মুসল্লিদের পবিত্র দুই মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।

এ দিকে সৌদি আরবে করোনায় আক্রান্তদের সংখ্যা বিশ হাজার ছাড়িয়েছে যা মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে যার মধ্যে বাংলাদেশি রয়েছে ৪০ জন যা মৃতের এক তৃতীয়াংশ। জেদ্দা কনস্যুলেট প্রত্যেকের পরিচয় প্রকাশ করেছে।