শিল্পে খেলাপি ঋণ বাড়ছে

শিল্প খাতে বেড়েছে খেলাপি ঋণ। আর এই খেলাপি ঋণের শীর্ষে রয়েছে বিশেষায়িত ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক। চলতি বছরের মার্চ শেষে শিল্প খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৮১৫ কোটি ১৭ লাখ টাকা। এটি মোট খেলাপি ঋণের প্রায় ৩৮ শতাংশ। এ সময়ে শুধু শিল্প খাতে বিশেষায়িত ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে যথাক্রমে ৪৪ দশমিক ৭৪ শতাংশ ও ২২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের মার্চ মাস শেষে এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২৭ হাজার ৮১৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২৩ হাজার ২৫৮ কোটি টাকা। এ হিসেবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৪ হাজার ৫৫৭ কোটি টাকা বা ২০ শতাংশ।

প্রতিবেদনে বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের চিত্র তুলে ধরে বলা হয়েছে। চিত্রে দেখা যায়, বেসরকারি ব্যাংকে ৪ দশমিক ৮২ শতাংশ, বিদেশি ব্যাংকে ৩ দশমিক ৪৪ শতাংশ ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে খেলাপি ঋণ ৮ দশমিক ৮৬ শতাংশ। একই সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ১৫ শতাংশের বেশি রয়েছে। এছাড়া ৩টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি। ১৯টি প্রতিষ্ঠানের ৫ শতাংশের বেশি। ৪৮টি প্রতিষ্ঠানের ৫ শতাংশের নিচে খেলাপি ঋণ রয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত শিল্প খাতে মোট ঋণ বিতরণ করা হয় ২ লাখ ২২ হাজার ৩২৩ কোটি টাকা; যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ১৩ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরে প্রথম ৯ মাসে শিল্পঋণ বিতরণের পরিমাণ ছিল ১ লাখ ৯১ হাজার ৪৫০ কোটি টাকা। এ সময়ে শিল্প ঋণ আদায় হয়েছে ১ লাখ ৮১ হাজার ১০৭ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৫ দশমিক ২২ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৯ মাসে শিল্পঋণ আদায়ের পরিমাণ ছিল ১ লাখ ৪০ হাজার ৯৫১ কোটি টাকা।

প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি বছরের মার্চ শেষে শিল্প খাতে বকেয়া ঋণ স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ৬৫০ কোটি টাকা; যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪৯ শতাংশ বেশি। গত বছরের মার্চ পর্যন্ত শিল্প খাতে বকেয়া ঋণ স্থিতির পরিমাণ ছিল ২ লাখ ৮৯ হাজার ৪৯২ কোটি টাকা।

আজকের বাজার: আরআর/ ২২ জুন ২০১৭