শীঘ্রই বাজারে আসছে অপ্পো এফ১৫

চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো শীঘ্রই বাজারে নিয়ে আসছে তাদের নির্মিত এফ১৫ মোবাইল হ্যান্ডসেট। সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে অপ্পো এফ১৫ কে জাঁকজমকভাবে প্রদর্শন করে কোম্পানিটি। ধারণা করা হচ্ছে অপ্পো এফ১১ এবং এফ১১ প্রো এর ব্যাবসায় সফলতার পর কোম্পানিটি দ্রুত বাজারে নিয়ে আসতে চাইছে এফ১৫। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেই অপ্পো এফ১৫ এর বাজারজাত শুরু হতে পারে।

অপ্পো এফ১৫ হ্যান্ডসেটটিতে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলড পর্দার উপর থাকবে ওয়াটারড্রপ নচ। হেলিও পি ৭০ চিপসেটের সাথে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং সর্বমোট ৪ টি ক্যামেরা এই হ্যান্ডসেটটিকে করে তুলেছে বর্তমান বাজারের প্রতিদ্বন্দ্বী। এছাড়াও এই ফোনে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করার জন্যে থাকছে ৩০ ওয়াটের চার্জার।

আজকের বাজার/লুৎফর রহমান