শীতার্তদের মাঝে আগামীকাল শীতবন্ত্র বিতরণ করবে আওয়ামী লীগ

অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করছে আওয়াম লীগ। এ লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত তিনটি টিম আগামীকাল দেশের বিভিন্ন জেলায় তিন দিনব্যাপী শীতবন্ত্র বিতরণ করবে।
শনিবার সকাল ১১টায় ১টি টিম নীলফামারী জেলার সৈয়দপুরে অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এই টিমের অন্যান্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য রমেশ চন্দ্র সেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী, হোসনে আরা লুৎফা ডালিয়া, আনিসুর রহমান, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
এ দিন দুপুর ১২টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরেকটি টিম ঝিনাইদহ সদর ও হরিণাকু- উপজেলায় শীতবস্ত্র বিতরণ করবেন।
এ টিমে রয়েছেন সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। টিমের অন্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মো. আমিরুল আলম মিলন, এ বি এম রিয়াজুল কবির কাওছার, প্রফেসর মেরিনা জাহান, পারভীন জামান কল্পনা এবং মারুফা আক্তার পপি।
এছাড়া শনিবার বিকেল ৪ টায় আরেকটি টিম যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে বান্দরবান জেলার ডিসি অফিস সংলগ্ন বঙ্গবন্ধু মঞ্চ-এ শীতবস্ত্র বিতরণ করবেন।
এ টিমের অন্য সদস্যরা হলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য দীপঙ্কর তালুকদার।