শূন্য রানে গেইলকে ফিরালেন সাইফুদ্দিন

ইনিংসের শুরু থেকেই ক্যারিবীয়দের চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে দুই ওপেনিং বোলার মাশরাফি বিন মর্তুজা এবং সাইফুদ্দিন দারুণ বোলিং করছেন। এমন বোলিংয়ের সুফলও পেতে অবশ্য দেরি হয়নি টাইগারদের। বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে শূন্য রানে ফিরিয়ে দিয়েছে পেসার সাইফুদ্দিন। তার ইনসুইং বলে ব্যাটের কানায় লাগিয়ে মুশফিকের হাতে ধরা পড়েন ক্যারিবিয় ব্যাটিং দানব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবিয়দের সংগ্রহ ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৯ রান। ক্রিজে আছেন ইভান লুইস ও শাই হোপ।

ম্যাচের আগের দিন অনুশীলন করতে না পারলেও চোট শঙ্কা কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলছেন পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটের জায়গায় একাদশে এসেছেন বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো।

এদিকে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের জায়গায় একাদশে এসেছেন আরেক ব্যাটসম্যান লিটন দাস। বিশ্বকাপে দলের প্রথম দুই ম্যাচে থিতু হয়ে ফিরেছিলেন মিঠুন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে খুলতে পারেননি রানের খাতা।

ওয়েস্ট ইন্ডিজ দল:
জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ, এভিন লুইস, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ওশান টমাস।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।

আজকের বাজার/এমএইচ