শেষ দিনে সূচক ও লেনদেন বেড়েছে

আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে উর্ধমূখী প্রবনতায় লেনদেন শেষ হয়েছে।তবে সিএসইতে নি¤œমূখী প্রবনতায় লেনদেন শেষ হয়। গতদিনের চেয়ে বেড়েছে মোট লেনদেনের পরিমান।পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ২৭৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪ টির, কমেছে ১২৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২১ কোটি ৯১ লাখ ৪১ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৮৬ পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ২২৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১০৬ টির, দর কমে ৮২ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৬ টির দর।

আজকের বাজার/মিথিলা