শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক খসরু

ফজলুল হক মন্টু, আজম খসরু ও মোল্লা আবুল কালাম আজাদকে যথাক্রমে শ্রমিক লীগের নতুন সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি করা হয়েছে।

শনিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

এর আগে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১৩তম কাউন্সিল উদ্বোধন করেন।

শ্রমিক লীগের বিদায়ী সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লী‌গের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হ‌া‌বিবুর রহমান সিরাজ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর কান্ট্রি ডিরেক্টর তোমু পৌতিয়াইনেন, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাধারণ সম্পাদক সোইয়া ইয়োশিদা এবং সাউথ এশিয়ান রিজিওনাল ট্রেড ইউনিয়ন কাউন্সিলের সাধারণ সম্পাদক লক্ষণ বাহাদুর বাসনেট।

অনুষ্ঠানে শ্রমিক লীগের বিদায়ী সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাগত বক্তব্য দেন এবং কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু শোক প্রস্তাব পাঠ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের অধিকার রক্ষায় ১৯৬৯ সালে শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির সর্বশেষ কাউন্সিল সাত বছর আগে ২০১২ সালে অনুষ্ঠিত হয়। এতে শুক্কুর মাহমুদ ও সিরাজুল ইসলাম যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছিলেন।

আজকের বাজার/এমএইচ