শ্রীলংকার সাবেক প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট সচিবালয়ে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের সামনে তিনি শপথ নেন।

এর একদিন আগে সাবেক ক্ষমতাসীন দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির এ নেতা দল থেকে পদত্যাগ করেন। সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দলের প্রেসিডেন্ট প্রার্থী সজিথ প্রেমাদাসা শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর তিনি পদত্যাগ করেন। প্রেমাদাসা গোতাবায়ার কাছে হেরে যান। গোতাবায়া প্রায় ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।

মাহিন্দা রাজাপাকসে ২০০৫ সাল থেকে ২০১৫ পর্যন্ত শ্রীলংকার প্রেসিডেন্ট ছিলেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান