শ্রীলংকায় সফরে সতর্কতা জারি করলো অস্ট্রেলিয়া

শ্রীলংকায় আরো সন্ত্রাসী হামলা চালানো হতে পারে বৃহস্পতিবার এমন সতর্কতা জারি করে অস্ট্রেলিয়া তাদের দেশের নাগরিকদের এ দ্বীপ রাষ্ট্র সফরের ব্যাপারে সাবধান করে দিয়েছে। ইস্টার সানডেকে কেন্দ্র করে চালানো বোমা হামলায় ২৫৩ জন নিহত হওয়ার পর তারা এমন সতর্ক বার্তা জারি করলো। খবর এএফপি’র।

পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সর্বশেষ ভ্রমণ পরামর্শ বার্তায় সতর্ক করে বলেছে, ‘সন্ত্রাসীরা শ্রীলংকায় আবারো হামলা চালাতে পারে।’

তারা জানায়, শ্রীলংকায় ফের ‘উপর্যপুরি হামলা হতে পারে। এসব হামলার স্থানের মধ্যে বিদেশিরা সফর করে এমন বিভিন্ন স্থানও রয়েছে।’

এক্ষেত্রে একেবারে জরুরি প্রয়োজন না থাকলে শ্রীলংকা সফর করা থেকে বিরত থাকতে অস্ট্রেলিয়া তাদের দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে। গত ২১ এপ্রিল শ্রীলংকায় ধারাবাহিক বোমা হামলার ঘটনার পর থেকে ব্রিটেন, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র একই ধরনের সতর্কতা জারির পর ক্যানবেরা এ সতর্কতা জারি করলো।