শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ

ফের রাজাপক্ষ যুগ শুরু হল শ্রীলঙ্কায় অষ্টম প্রেসিডেন্ট নির্বাচনে ইউএনএফ প্রার্থী সাজিথ প্রেমাদাসাকে পরাজিত করে সিংহাসনে বসলেন শ্রীলংকা পোদুজানা পেরামুনা পার্টির এসএলপিপি প্রার্থী গোতাবায়া রাজাপক্ষ। তিনি সাবেক সেনা প্রধান। সাবেক প্রেসিডেন্ট মহিন্দা রাজাপক্ষের ভাই হিসেবেও তার পরিচিতি রয়েছে।

শ্রীলঙ্কায় একমাস আগে বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই টালমাটাল পরিস্থিতিতে কড়া নিরাপত্তার মাঝেই হয়ে গেল অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন। রাজধানী কলম্বো এছাড়া গালে, ডান্ডির মতো গুরুত্বপূর্ণ শহরেও কড়া পা হার্ট হচ্ছে ছোট। মোট প্রার্থী ৩৫ জন।

২০০৫ থেকে ১৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তাঁর বড়ভাই মাহিন্দা রাজাপক্ষ। তাঁর জমানায় এলটিটি কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা থেকে। আর এই যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তত্কালীন প্রতিরক্ষা সচিব গোতাবায়া রাজাপক্ষ। ক্ষমতায় রাজাপক্ষ আসায় তামিল জনজাতি যে একটু বিপাকে, মেনে নিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজাপক্ষের ফের জমানা শুরু। যা সংখ্যালঘু তামিল, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের চিন্তা বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

আজকের বাজার/লুৎফর রহমান