শ্রীলঙ্কায় বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত

বাংলাদেশ ও ভারতকে নিয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের কথা আগেই নিশ্চিত করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এবার চূড়ান্ত হলো টুর্নামেন্টের দিন-ক্ষণ। আগামী ৮ মার্চ শুরু হবে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট। পাশাপাশি লঙ্কান বোর্ডেরও পূরণ হবে ৭০ বছর। গ্রুপ পর্বে প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে দুইবার করে। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২০ মার্চ। সবগুলো ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

এর আগে ১৯৯৮ সালে শ্রীলঙ্কার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ইন্ডিপেন্ডেন্স কাপ আয়োজন করেছিল শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সেই ওয়ানডে টুর্নামেন্টে স্বাগতিকদের সঙ্গে ছিল ভারত ও নিউজিল্যান্ড। সেই টুর্নামেন্টেরও উদ্যোক্তা ছিলেন বর্তমান এসএলসি প্রধান থিলাঙ্গা সুমাথিপালা।
আজকের বাজার: সালি : ১৯ নভেম্বর ২০১৭