সংলাপের পর তফসিল ঘোষণা করতে ইসিকে ড. কামালের চিঠি

চলমান সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আগামী সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার (৩ নভেম্বর) ঐক্যফ্রন্টের পক্ষে ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কাছে এই চিঠি পাঠান।

গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বিকাল পৌনে ৫টার দিকে নির্বাচন কমিশনে চিঠিটি নিয়ে যান।

পথিক বলেন, তিনি যখন নির্বাচন কমিশনে যান তখন সিইসি অন্য কমিশনারদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করছিলেন। তাই তিনি চিঠিটি আনিসুর রহমান নামে এক কর্মকর্তার কাছে দিয়ে এসেছেন।

চিঠিতে ড. কামাল হোসেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধানমন্ত্রীর সংলাপ শেষ হওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। তথ্যসূত্র-ইউএনবি

আজকের বাজার/এমএইচ