সদরঘাটে ৫৩ ভবন অগ্নিকাণ্ডের ঝুঁকিতে

রাজধানীর সদরঘাটের ইস্ট বেঙ্গল ইনস্টিটিউটশন সুপার মার্কেটসহ ৫৩টি ভবনে অগ্নি নির্বাপণের ব্যবস্থা অপর্যাপ্ত। এসব ভবনের আগুন ধরলে তা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এগুলো অতি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

মঙ্গলবার দুপুরে সদরঘাট এলাকায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোস্তফা মোহসিনের নেতৃত্বে ইস্ট বেঙ্গল ইনস্টিটিউটশন সুপার মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, এ ভবনে জরুরি বহির্গমনের সিঁড়ি, ফায়ার এলার্ম, জরুরি লাইটিংয়ের ব্যবস্থা বা রাইজার পয়েন্ট, বেজমেন্টে পানির রিজার্ভ ট্যাংকি, পাম্প ও হাইড্রেন্ট পয়েন্ট নেই। এতে ক্ষুব্ধ হন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।তারা সেখানে ‘অতি ঝুঁকিপূর্ণ’ লেখা সম্বলিত ব্যানার টাঙিয়ে দেন। এ সময় মার্কেট কর্তৃপক্ষ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিক করার আশ্বাস দেন।

পরে মোস্তফা মোহসিন গণমাধ্যমকে জানান, ‘ভবনটি ১৫ তলা। বহুতল বাণিজ্যিক ভবন। ২০১৭ ও ২০১৮ সালে দুবার চিঠি দেওয়া হয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থার জন্য।’

তিনি জানান, পুরান ঢাকায় ১৭৩টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

আজকের বাজার/এমএইচ