সনির সর্বোচ্চ আয় করা সিনেমা স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম

সনির জন্য সোনার ডিম দেয়া হাঁসে পরিণত হয়েছে স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম। প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা সিনেমায় পরিণত হয়েছে এটি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ছবি স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম এখন পর্যন্ত আয় করেছে ১.১০৯ বিলিয়ন ডলার। এর আগে সনির হয়ে সর্বোচ্চ ১.১০৮ বিলিয়ন ডলার ঘরে তুলেছিল জেমস বন্ড সিরিজের স্কাইফল। খবর ইউএনবি।

এমসিইউতে স্পাইডার-ম্যানকে প্রধান চরিত্র করে বানানো দ্বিতীয় সিনেমা ফার ফ্রম হোম। স্পাইডার-ম্যান চরিত্রের সিনেমা স্বত্ব সনির মালিকানায় থাকায় আগের ছবিটির মতো এটিও মার্ভেল স্টুডিওস ও সনি যৌথভাবে নির্মাণ করেছে।

স্পাইডার-ম্যান হিসেবে প্রধান চরিত্রে টম হল্যান্ড ছাড়ও এ সিনেমায় আরও অভিনয় করেছেন জেক গিলেনহাল, স্যামুয়েল এল জ্যাকসন, জেনডায়া, কোবি স্মুলডার্স, জন ফেভরেয়্যু, জ্যাকব বাটালন প্রমুখ।

এমসিইউতে সবকিছু তছনছ করে দেয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ঘটনার পর এ সিরিজের প্রথম সিনেমা ফার ফ্রম হোম। বক্স অফিসের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করে নিয়েছে এটি। রটেন টম্যাটোসে এর স্কোর ৯০ শতাংশ।

আজকের বাজার/এমএইচ