সবার ছোট রশিদ খান

সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করার রেকর্ড গড়লেন আফগানিস্তানের রশিদ খান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস করতে নেমেই বিশ্বরেকর্ড গড়নে তিনি। ২০ বছর ৩৫০ দিনে টেস্ট ফরম্যাটে নেতৃত্ব দিতে নামলেন রশিদ। তার এই নয়া বিশ্বরেকর্ডে পেছনে পড়ে গেলেন জিম্বাবুয়ের তাতেন্ডা তাইবু। এতোদিন এই রেকর্ডের মালিক ছিলেন তিনি। ২০ বছর ৩৫৮ দিনে জিম্বাবুয়েকে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন তাইবু। ২০০৪ সালে হারারেতে শ্রীলংকার বিপক্ষে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিতে নেমে ঐ বিশ্বরেকর্ড গড়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান তাইবু। এবার সে রেকর্ড নিজের করে নিলেন রশিদ।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে দলকে নেতৃত্ব দেয়ার তালিকায় শীর্ষ দশে বাংলাদেশের দুই অধিনায়কের নামও আছে। ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে সাবেক দলপতি মাশরাফি বিন মর্তুজা ইনজুরিতে পড়ায় গ্রানাডায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে কম বয়সে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে রেকর্ড বইয়ে নিজের নাম তোলেন বর্তমান নেতা সাকিব আল হাসান। সে সময় সাকিবের বয়স ছিলো ২২ বছর ১১৫ দিন। তালিকায় সাকিবের নাম রয়েছে ষষ্ঠস্থানে।

আর ২০০৭ সালে শ্রীলংকা সফরে নেতৃত্ব পান মোহাম্মদ আশরাফুল। ওই সফরে সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব দিতে নেমেই সবচেয়ে কম বয়সে বাংলাদেশের পক্ষে টেস্টে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। পরে সাকিব ভেঙ্গে ফেলেন আশরাফুলের রেকর্ডটি। ২২ বছর ৩৫৩ দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন অ্যাশ।

আজকের বাজার/লুৎফর রহমান