সব দায় কাঁধে নিলেন মরিনহো

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডেও সেভিয়ার কাছে ২-১ গোলে হেরে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড।এরই সাথে বিদায় নিশ্চিত হয়ে গেলো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই। তবে এমন ব্যর্থতার পরও দলের খেলোয়াড়দের আগলে রাখছেন ম্যানইউ বস মরিনহো। ম্যাচশেষে সব দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি।

দল জিতলে কৃতিত্বটা সবার, তবে হারলে কোচেরই দায় নেয়া উচিত- মনে করেন মরিনহো। তিনি বলেন, ‘যখন একটি দল জেতে, জেতে সবাই। কিন্তু যখন দল হারে, হারেন কোচ। আমিই হেরেছি এবং  ভুলটা আমারই ছিল।’

এমন হারের পর প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি মরিনহো। তবে দুই লেগ মিলিয়ে সেভিয়াই ম্যানইউর চেয়ে ভালো খেলেছে, এমনটা মানতে নারাজ তিনি, ‘এটা আপনাদের ভাবনা (ম্যানইউ সেভিয়ার চেয়ে খারাপ খেলেছে)। সম্ভবত অন্যদেরও। তবে আমার নয়। সেভিয়ায় আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম, কিন্তু গোল করতে পারিনি। এখানে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে, তবে ভাগ্যও তাদের সাথে ছিল। আমার তো মনে হয়, বেশ ভারসাম্যপূর্ণ লড়াই হয়েছে।’

আজকের বাজার/ আরজেড