সব ধর্মের জন্য সমঅধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন যে, সব ধর্মের জন্য বর্তমান সরকার সম-অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। ইসলামের দাওয়াত এমনভাবে দিতে হবে যাতে করে যুব সমাজ জঙ্গি-সন্ত্রাসী না হয়।

আজ বুধবার দুপুরে পিরোজপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় ইমাম সমিতি আয়োজিত জঙ্গিবাদ, উগ্রবাদ, মাদক ও সন্ত্রাসবাদসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইমাম ও আলেম সমাজের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ.ম. রেজাউল করিম আরো বলেন যে, সবার উপরে মানুষ সত্য-তাহার উপরে নাই। আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক। তাই এই দেশের অন্য ধর্মাবলম্বীদের জান মালের হেফাজত করা প্রতিটি মুসলমানের কর্তব্য।

মন্ত্রী বলেন যে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি জেলা উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছেন। ইমাম-মুয়াজ্জিন, কেয়ার টেকার সরকারের বেতন ভাতায় চালিত হবেন। পিরোজপুরকে সন্ত্রাস, মাদক ও দূর্ণীতিমুক্ত একটি দৃষ্টান্ত জেলা তৈরী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আজকের বাজার/আখনূর রহমান