সমালোচনার তোয়াক্কা না করে মেসির পাশে ম্যারাডোনা

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সাথে হারের পর আর্জেন্টিনার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখোমুখি পড়েন লিওনেল মেসি।

এদিকে নাইজেরিয়া আইসল্যান্ডের বিপক্ষে জেতায় আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরলেও আশাবাদী নন ম্যারাডোনা।

তবে এত সমালোচনার তোয়াক্কা না করে মেসির পাশে দাঁড়িয়েছেন ম্যারাডোনা। তিনি বলেছেন, মেসিকে সবাই কাঠগড়ায় তুলছে। মেসি নিজের খেলাই খেলেছে। ও তো শিশু, কোন নেতা নয়। ওর পক্ষে দলের ভেতরের সমস্যা মেটানো সম্ভব নয়। সাম্পাওলি সব ঠিক করে দেবেন। কিন্তু কম্পিউটার, ড্রোন ও চৌদ্দজন সহকারী থাকলেই সব সমস্যা সমাধান করা সম্ভব নয়।

তাই ম্যারাডোনা নিজে আর্জেন্টিনার শিবিরে গিয়ে মেসিদের তাতাতে চান।

কিংবদন্তি ম্যারাডোনা বলেন, আমাকে আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে কথা বলার অনুমতি দেয়া হোক। যখনই দেশের জার্সি গায়ে চাপিয়েছি, নিজের জীবন দিয়েছি। ওদের বোঝাতে চাই দেশের জন্য খেলা মানে কী।

একা সাম্পাওলি নন, ম্যারাডোনার তোপের মুখে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও।

কেন এই দশা আর্জেন্টিনার তার ব্যাখ্যাও দিয়েছেন কিংবদন্তি। তিনি বলেন, আর্জেন্টিনার ফুটবলাররা জানেই না তারা কী জন্য খেলছে। আক্রমণ থেকে রক্ষণ- সব বিভাগেই সমস্যা। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোনো পরিকল্পনাই ছিল না তাদের।

আজকের বাজার/আরআইএস