সমুদ্রের নীচে উদ্ধার প্রাচীন রণতরী

ব্রিটেনের একটি সমুদ্রতট। আর সেখানে থেকেই পাওয়া গেল প্রাচীন আমলের হ্যান্ড গ্রেনেড। কর্নওয়েলের লিজার্ড পেনিনসুলায় লেখক-ইতিহাসবিদ রবার্ট ফেল্স মেটাল ডিটেক্টরের মাধ্যমে এই হ্যান্ড গ্রেনেডের সন্ধান পান। আর এর সূত্র ধরে সম্প্রতি উদ্ধার হল প্রাচীন এক রণতরীর ধ্বংসাবশেষ।

২০১৭ সালে এই একই উপকূলে একই ধরনের হ্যান্ড গ্রেনেড মিলেছিল। সমুদ্র তটে ভেসে এসেছিল এটি। প্রথমে পাথর ভাবলেও পরে বোঝা যায় এগুলি আসলে গ্রেনেড। এর পর থেকেই এর উত্‌সের খোঁজ শুরু হয়। খোঁজ মেলে প্রাচীন এক রণতরীর।

তবে এই হ্যান্ড গ্রেনেডগুলি মরক্কোর জলদস্যুদের তৈরি নাকি ব্রিটেনের সামরিক বাহিনীর তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। রয়্যাল নেভির পণ্যবাহী জাহাজ শিড্যামের ধ্বংসাবশেষ থেকে মিলেছে এগুলি।

শিড্যাম আসলে ১৭ শতকের ওলন্দাজদের বাণিজ্যতরী। ১৬৮৩ সালে জলদস্যুরা এটি দখল করেছিল। পরবর্তীতে রয়্যাল নেভি এটি বাজেয়াপ্ত করে পণ্যবাহী রণতরী হিসাবে ব্যবহার করত। ১৯৭১ সালে এক বার এই জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান মিললেও তা ডুবে যায় সমুদ্রের অতলে।