সমুদ্র সম্পদ আহরণে আন্তরিকতার সাথে কাজ করার আহবান স্থায়ী কমিটির

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আন্তরিকতা ও আত্মবিশ্বাসের সাথে কাজ করে সমুদ্র থেকে সম্পদ আহরনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে গবেষকদের আহবান জানিয়েছেন। সভাপতি আ. ফ. ম. রুহুল হকের নেতৃত্বে কমিটির সদস্যরা আজ কক্সবাজার জেলার রামুতে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট (বিওআরআই) সরেজমিনে পরিদর্শনের সময় এ আহবান জানানো হয়।

কমিটির সদস্য মোঃ শফিকুল আজম খাঁন, মোঃ মোজাফ্ফর হোসেন, মোঃ আক্তারুজ্জামান, শিরীন আহমেদ, সেলিমা আহমাদ এবং হাবিবা রহমান খান পরিদর্শনে অংশগ্রহণ করেন। কমিটি বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট (বিওআরআই) সরেজমিন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট (বিওআরআই) এর মহাপরিচালক, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান