সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সাপাহারের প্রথম করোনা রোগী

নওগাঁর সাপাহার উপজেলার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি খাইরুল ইসলাম সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
করোনাভাইরাস প্রতিরোধে সব নিয়ম কানুন মেনে চলায় রোববার তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পেরেছেন বলে জানান চিকিৎসকেরা।

গত ২৮ এপ্রিল সাপাহার উপজেলার গোয়ালা ইউপির কামাশপুর গ্রামের পল্লী চিকিৎসক খাইরুল ইসলামের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় খাইরুল ইসলাম করোনাভাইরাস রোগ সংক্রান্ত সব নিয়ম কানুন মেনে চলেছেন। এমনকি রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে থাকার সময়েও তার মানসিক মনোবল ছিল অত্যন্ত দৃঢ়।

এ বিষয়ে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রুহুল আমিন বলেন, আল্লাহর রহমতে খাইরুল ইসলাম করোনাভাইরাস মুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন। রাজশাহী ল্যাবে আবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, এতে তার ফলাফল নেগেটিভ আসে। নিয়ম অনুযায়ী তিনি বাড়িতে আবার ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন।