বিজ্ঞান কলেজে পরিবেশ মেলা

প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন রোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি বিজ্ঞান কলেজ চেতনা পরিষদ আয়োজিত পরিবেশ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিদ্যুতের অপচয় রোধে সচেতন হতে এবং বৃক্ষ রোপনে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ হওয়ার আহবানও জানান।

অনুষ্ঠানে সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর বনমালী মোহন ভট্টাচার্য, উপাধ্যক্ষ ড. হারুন-অর-রশিদ এবং কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন।

সরকারি বিজ্ঞান কলেজসহ রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, অলিম্পিয়াড, উপস্থিত বক্তৃতা, প্রজেক্ট ও স্থির চিত্র প্রদর্শনসহ বিভিন্ন আয়োজন ছিলো প্রথমবারের মতো চেতনা পরিষদ আয়োজিত দিনব্যাপী এই পরিবেশ মেলায়।

আজকের বাজারঃ এমএম/সালি/এলকে ৫ জুন ২০১৭