সরকারের লক্ষ্য ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ১০ শতাংশে উন্নীত করা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বলেছেন, তার সরকারের পরিকল্পনা রয়েছে ২০২৩-২৪ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ১০ শতাংশে উন্নীত করা।

বৃহস্পতিবার সংসদে উত্থাপন করা ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। খবর ইউএনবি।

গত ১০ বছর ধরে ধারাবাহিকভাবে জিডিপি প্রবৃদ্ধিতে উচ্চ হার বজায় থাকায় ২০২৩-২৪ অর্থবছরে এ প্রবৃদ্ধির হার দুই অংকে উন্নীত করার জন্য ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৮.২ শতাংশ প্রবৃদ্ধির অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলন বিকাল ৩টায় শুরু হয়।

২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটকে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, এ বাজেটের লক্ষ্য তার সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা।

তিনি জানান, সরকারের আরও লক্ষ্য রয়েছে ২০৩০ সাল নাগাদ দেশে ৩ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা।

শিক্ষা খাতে জোর দিয়ে শেখ হাসিনা বলেন, আগামী অর্থবছরে এ খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে লিঙ্গবৈষম্য দূর করার ক্ষেত্রে বাংলাদেশ সবার উপরে রয়েছে।

আজকের বাজার/এমএইচ