সর্বোচ্চ দর পতন আর. এন. স্পিনিংয়ের

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে শতাংশের দিক দিয়ে দর পতনের শীর্ষে উঠে এসেছে আর. এন. স্পিনিং মিলস লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিনের চেয়ে ৭০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ দর হারিয়ে টপ লুজারের শীর্ষে উঠে আসে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৯ টাকা ১০ পয়সায়। আজ প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছাড়ায় ১ কোটি ৩৩ লাখ টাকা আর লেনদেন হয় ১৪ লাখ ৩৯ হাজার ১৪৬টি শেয়ার ।

এছাড়াও লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড । ৮০ পয়সা বা ৮ দশমিক ১৬ শতাংশ দর হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৯টাকায়। মোট লেনদেন হয় ২১ লাখ ২১ হাজার ৩৭০ টি শেয়ার, যার বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ টাকা।

টপ লুজারের তৃতীয় স্থানে উঠে আসা সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের দর কমেছে ৩০ পয়সা বা ৬ দশমিক ৯৮ শতাংশ । দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৪ টাকায়। মোট লেনদেন হয় ৪ লাখ ৪৭ হাজার ৬১৯টি শেয়ার, যার বাজার মূল্য ১৮ লাখ ৩৯ হাজার টাকা।

এছাড়া, টপ টেন লুজারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো -ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড,প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড,তাল্লু স্পিনিং মিলস্ লিমিটেড

 

 

আজকের বাজার/মিথিলা