সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে পিপিই দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ: হাইকোর্ট

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে যেসব সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছে হাইকোর্ট।

এ দুই পেশায় নিয়োজিতদের পিপিই চেয়ে করা এক রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আশাবাদ ব্যক্ত করে।

এর আগে গত সোমবার এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ চেয়ে হাইকোর্টে এ রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন। আদালত রিট আবেদনটি নিষ্পত্তি করলেও এ বিষয়ে কোনো আদেশ দেয়নি।

আইনজীবী রবিন বলেন, ‘যেসব সাংবাদিক, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য করোনা সংক্রমণ মোকাবিলায় নিজেদের নিয়োজিত করেছেন তাদের নিরাপত্তার লক্ষ্যে নিরাপদ পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জামাদি দ্রুততম সময়ের মধ্যে স্ব স্ব দপ্তর ক্রয় করে সরবরাহ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে হাইকোর্ট। রিট নিষ্পত্তি করে আদালত এ মন্তব্য করেছে।’