সাংবাদিক হেলালের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

পিরোজপুর-৩ আসনের (মঠবাড়ীয়া) সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

৬ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার ফারুক হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মঠবাড়ীয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় স্থানীয় এক যুবলীগ নেতাকেও আসামি করা হয়েছে।

আজমল হক হেলাল দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং ঢাকা রিপোরটার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি। আর নুরুল আমিন মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন যুবলীগের সদস্য।

মামলায় অভিযোগ করা হয়, স্বতন্ত্র সাংসদ ডা. রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে আজমল হক হেলাল ও নুরুল আমিন রাসেল ফেসবুক আইডিতে বেশ কিছু উসকানিমূলক মিথ্যা তথ্য প্রচার করেন, যা রুস্তম আলী ফরাজীর জন্য মানহানিকর।

মামলার বাদী ফারুক হোসেন বলেন, আমমোক্তার নামার মাধ্যমে সাংসদ রুস্তম আলী ফরাজীর অনুমতি নিয়ে মামলা করেছি। মঠবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাজার: এলকে/এলকে ৮ জুলাই ২০১৭