সাকিবকে সরিয়ে দ্বিতীয় স্থানে স্টোকস

বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে সরিয়ে আইসিসি র‌্যাংকিং-এ অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এলেন ইংল্যান্ডের বেন স্টোকস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে লিডসে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইংল্যান্ডকে ১ উইকেটে অবিস্মরনীয় জয় এনে দেন স্টোকস। এছাড়া ঐ টেস্টের প্রথম ইনিংসে ৮ রান ও বল হাতে ম্যাচে ৪ উইকেট শিকার করেন স্টোকস। ফলে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এলেন স্টোকস। এখন তার রেটিং ৪১১। ফলে এটিই তার ক্যারিয়ার সেরা রেটিং।

স্টোকস দ্বিতীয়স্থানে উঠলেও, শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তার রেটিং ৪৩৩। তৃতীয়স্থানে নেমে যাওয়া সাকিবের রেটিং ৩৯৯। চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছে যথাক্রমে ভারতের রবীন্দ্র জাদেজা ও দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার। তাদের রেটিং যথাক্রমে ৩৯৫ ও ৩২৬।

আইসিসি টেস্ট র‌্যাংকিং শীর্ষ দশ অলরাউন্ডার :
র‌্যাংকিং খেলোয়াড় রেটিং
১. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) ৪৩৩
২. বেন স্টোকস (ইংল্যান্ড) ৪১১
৩. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৩৯৯
৪. রবীন্দ্র জাদেজা (ভারত) ৩৯৫
৫. ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা) ৩২৬
৬. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ৩১৪
৭. রবীন্দ্র জাদেজা (ভারত) ৩১৪
৮. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ২৫৬
৯. ক্রিস ওকস (ইংল্যান্ড) ২৫২
১০. রোস্টন চেজ (ওয়েস্ট ইন্ডিজ)

আজকের বাজার/লুৎফর রহমান