কাল থেকে কুষ্টিয়ায় লালন মেলা শুরু

‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’ এ প্রতিপাদ‌্য নিয়ে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় রোববার (৮ মার্চ) শুরু হবে তিন দিনব‌্যাপী দোল পূর্ণিমা স্মরণোৎসব বা লালন মেলা। রোববার সন্ধ্যায় লালন মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাউল সাধক ফকির লালন শাহ স্মরণে দোল পূর্ণিমা স্মরণোৎসবের আয়োজন করছে লালন একাডেমি। এতে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।লালন মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলা উপলক্ষে ইতোমধ্যে আখড়াবাড়িতে এসেছেন অনেক লালনভক্ত।

লালন শাহ দোল পূর্ণিমার রাতে শিষ্যদের নিয়ে বসতেন। এর ধারাবাহিকতা রক্ষায় প্রতি বছর দিবসটি ঘিরে কালীগঙ্গার ধারে পালন করা হয় দোল পূর্ণিমা স্মরণোৎসব। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আসলাম হোসেন বলেছেন, প্রতিবছরের মতো এবারও বাউল সাধক ফকির লালন শাহ স্মরণে তিন দিনের দোল পূর্ণিমা স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। ৮ মার্চ শুরু হবে এ উৎসব। চলবে ১০ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে লালন একাডেমি ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উৎসব চলাকালে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন।

আজকের বাজার/শারমিন আক্তার