সান ফ্রান্সিসকো বিমানবন্দরে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের বোতল বিক্রি

সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে কেবলমাত্র একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকের বোতল বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। এক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ বারবার ব্যবহার করা যায় এমন বোতল ক্রয়ে উদ্বুদ্ধ করতে প্রয়োজনে প্রচারপত্র বিলি করবে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমে পরিবেশিত খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।
সান ফ্রান্সিসকো ক্রনিকল জানায়, এ নতুন আইন আগামী ২০ আগস্ট থেকে কার্যকর করা হচ্ছে। আইনটি ভূমিভরাট অপচয় কমানোর পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার একটি অংশ।
বিমানবন্দর মুখপাত্র ডৌগ ইয়াকেল ওই সংবাদপত্রকে বলেন, ‘আমাদেরটা হচ্ছে প্রথম বিমানবন্দর যে বিমানবন্দরে এই পরিবর্তন বাস্তবায়নে আমরা লোকজনকে সচেতন করছি।’
এ বিমানবন্দর ব্যবহার করা কেবলমাত্র বিভিন্ন বিমান নয়, এর সকল রেঁস্তোরা, ক্যাফে ও ভেন্ডিং মেশিনে প্লাস্টিকের বোতল ব্যবহার করার ক্ষেত্রেও এ আইন প্রয়োগ করা হবে।