সামাজিক দূরত্বের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

করোনাভাইরাসের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রে জাতীয় সামাজিক দূরত্ব নির্দেশনা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৪০ হাজার হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

হ্যাশট্যাগ ফাইট ভাইরাস নামে জারি করা এ সামাজিক দূরত্ব নির্দেশনার মেয়াদ ১৫ দিন নির্ধারিত ছিল, যা আগামী মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। অপ্রয়োজনীয় ভ্রমণ নিষেধাজ্ঞা, একসাথে ১০ বা ততোধিক মানুষ জমায়েত না হওয়া, বয়স্কদের বাড়িতে থাকার পরামর্শসহ বিভিন্ন পদক্ষেপ রয়েছে এ সামাজিক দূরত্ব নির্দেশনায়।   সূত্র- ইউএনবি

আজকের বাজার/ শারমিন আক্তার