সাড়ে ৮ লাখ টাকার চকোলেট!

কোনো চকোলেটের দাম যদি সাড়ে ৮ লাখ টাকার বেশি হয় তবে ব্যাপারটা কেমন হবে!

সম্প্রতি এমন এক চকোলেটই প্রদর্শিত হল পর্তুগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক চকোলেট ফেস্টিভ্যালে। খবর এইসময়’র।

এইসময়’র খবরে বলা হয়, চকোলেটটি তৈরি করেছেন পর্তুগিজ চকোলেট নির্মাতা ড্যানিয়েল গোমস। স্বাদ ও দামের সঙ্গে মিলিয়েই বোধহয় নাম দিয়েছেন, ‘গ্লোরিয়াস’।

ড্যানিয়েল গোমস জানান, গিনেস বুক অব রেকর্ডস সবচেয়ে দামি চকোলেটের স্বীকৃতি পেয়েছে তার ‘গ্লোরিয়াস’।

তিনি জানান, চকোলেটটির ওপরে রয়েছে সোনার আবরণ, যা খাওয়া সম্ভব। এছাড়াও বিশ্বের সবচেয়ে দামি মসলা ব্যবহার করা হয়েছে এটি তৈরিতে। রয়েছে মাদাগাস্কার থেকে আনা ভ্যানিলা ও হোয়াইট ট্র্যফেল।

অনেকটা ছোট হিরের মতো দেখতে গ্লোরিয়াসকে সাজানো রয়েছে ৫ হাজার অস্ট্রিয়ার ক্রিস্টাল দিয়ে।

আজকের বাজার/একেএ