সিনিয়র সাংবাদিক মাশুক চৌধুরী আর নেই

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক, কবি মাশুক চৌধুরী আর নেই।
মঙ্গলবার রাত দেড়টায় রাজধানীর রাশমনো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি কিছুদিন আগে অসুস্থ হয়ে এই হাসপাতালে ভর্তি হন।
তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অনেক গুণগ্রাহি রেখে গেছেন।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘রাজধানী ঢাকার একটি হাসপাতালে গত রাতে তিনি ঠান্ডাজনিত রোগে মারা যান। করোনা রিপোর্ট নেগেটিভ ছিলো। নিমোনিয়া ধরা পড়ে।’
তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। আজ সকালে জানাজা শেষে ঢাকার মাদারটেক বাগিচা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে পড়াশোনা শেষ করে তিনি সাংবাদিকতা পেশায় যোগ দেন।
প্রবীণ এ সাংবাদিক ১৯৭২ সালে দৈনিক গণকন্ঠ থেকে সাংবাদিকতা শুরু করেন। তিন বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ পদে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও সাব এডিটর্স কাউন্সিলের সদস্য ছিলেন।
মাশুক চৌধুরীর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। কবি হিসেবেও বেশ সুখ্যাতি ছিল। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে কয়েকটির নাম, ‘মুক্তিযুদ্ধ প্রিয়তমা আমার’, ‘নির্বাচিত কবিতা’, ‘স্বর্গের রেপ্লিকা’, ‘অত্যাগসহন’ ও ‘নদীর নাম দুঃসময়’।
জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে কবি, সাংবাদিক মাশুক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।