সিলেটে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

সিলেট, ০৩ নভেম্বর (ইউএনবি)- সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

সোমবার রাত ১টা ৪৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

রাজধানী ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ২৩৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

রাতে সৃষ্ট ভূকম্পনে ঘুম থেকে জেগে উঠেন বলে জানান নগরীর লালবাজারের বাসিন্দা কামরুল ইসলাম। তিনি বলেন, ভূমিকম্পে হালকা ঝাঁকুনি ছিল।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। তবে, কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’